যখন প্রচণ্ড দু:খবোধ
সুখ হয়ে ভেসে আসে কানে
শব্দের প্লাবন।।
যখন চোখের ভেতর ফুরায় যন্ত্রণার রোদন
মুখে লেপে দেওয়া সুখের বদন
সুখ পাখিটারে টেনে আনে
তখন বদলে যায় বেদনার মানে ।।
তখন বদলে যায় সুখের মানে
তখন বদলে যায় দু:খের মানে ;
ঘন সবুজের কষ্ট
যখন পাথর বুকের ;
তখন বদলে যায়
মানে এই আবরণ সুখের |
কইতে না পারি সইতে শুধু পারি
দু:খের হয় না ভাগ ,
একলা পুড়ি একলা কাঁদি
থাকুক এই তীব্র দহনের দাগ |