তবু যেতে হবে যে বহুদূর
কভু থামেনি সৃষ্টি থামেনি সুর
শহর বন্দর গ্রাম আকাশ নদী সাগর
আরও কত কত অচিনপুর
ছড়িয়ে যায় ধূসর নীল বিষাদ সুখের সুর ,

বুকের ভেতর সুরের ভুবন তার
সুর সংগীতের সুতীব্র এক সম্ভার,
সুর লহরীর বাধ ভাঙা বানে
ঐন্দ্রজালিক ছন্দের ঐকতানে,

কথা সুরের মিষ্টি পরাগায়ন
চেতনার  মহাসাগরে ডুব অবগাহন
অতলের গর্ভে নিষিক্ত ভ্রূণ
আকাশের বুকে একজন অটমনাল মুন ,
রঙে রূপে রসে মিলবে গুনাগুণ ,

প্রথা ভাঙ্গে প্রথা গড়ে মানেনা
প্রচলিত সব উচিত অনুচিত ,
কষ্টের দহনে সাধনার জঠরে
প্রসব করেন আপন সংগীত  ,

ভুল পথে কেউ বিপথগামী পথভ্রষ্টা
প্রতারক মরীচিকার হৃদয় হননে কেউ নষ্টা
কখনো স্বপ্ন স্রোতের স্বপ্নদ্রষ্টা
কখনো নিজেই নিজের স্রষ্টা ,

সৃজন স্বকীয়তায় সংগীত
বাহারি নিদারুণ
অযুত নিযুত নক্ষত্রের মাঝে
একজন অটমনাল মুন ,
রঙে রূপে রসে মিলবে গুনাগুণ |