তুমি আমার সুখের চেয়েও
বেশি মিশে আছো দুখে,
তাই বোবা আগুনে পুড়ছি
একা ধুকে ধুকে ।
নীরব যন্ত্রণার অসহ্য জ্বালায়
তাই স্মৃতিগুলো খুব কাঁদায়
তুমি আমার আনন্দের চেয়েও
বেশি মিশে আছো বেদনায়।
বিষাদে ছেঁয়ে থাকা মন
খুঁজে তোমায় গভীর ভালবাসায় ,
তুমি আমার হাসির চেয়েও
বেশি মিশে আছো কান্নায় ।
ভালবাসা ভরিয়ে দিয়ে বুকে
কেন ব্যথা হয়ে বহো দু'চোখে,
তুমি আমার সুখের চেয়েও
বেশি মিশে আছো দুখে।