আকাঙ্ক্ষার অতলে তুমি রানী
আমি এক নি:স্ব প্রজা
জুড়িয়ে দাও বুকখানি
নইলে দিও তোমার সাজা।
আমি এক আনাড়ি চাষা
কাদা মাটি জলে
বুকের গভীর অতলে
রোপন করব সুফলা ভালবাসা ।
ছুড়ে দেব যত্নে রাখা সোনালী বীজ
উর্বর বীজতলাতে করব তুমুল আবাদ,
মুখে শুষে নিব ভাললাগার আস্বাদ
ভাগ করে নিব শস্য দানার সবুজ শিস।
প্রিয় ভূমি তোমার মাটি জলে
সবুজ ঘাস হয়ে জন্মাব বলে
খুব নিঃসঙ্গ একাকী
আস্তরণে মিশে থাকি ।
ঐশ্বর্যের রাজ্যে এক চিরকাঙ্গাল
জল শীতলতায় হয়ে যায় বিশাল,
যত কাটে ততই বাড়ে মায়াজাল
কেটে কেটে এখন শুধু কংকাল।