ভোরের কুয়াশায় ভেসে আসো শুভ্রতা
জলের ঝিলমিলের মত স্নিগ্ধতার ভাষা,
হীরে গাঁথা মুখ ফুলের সুরভিতে মোহাবিষ্ট
একটু চাহনিতে তেতো স্বাদ যেন হয় সুমিষ্ট।
মায়ায় গভীরে থাকা সৌরভ অনুভব দ্যুতিময়
অসম্ভব মন খারাপেও ফুলে ফুলে ভরে হৃদয়,
মায়াবী মুখ কল্পনার পৃথিবীতে স্বর্গীয় আভা
গোলাপেরা ঈর্ষা তুমি যেন গোলাপের শোভা।
তোমাকে না দেখলে ফুটত না গোলাপ ফুল
সুগন্ধ ছড়াত না তোমার ঘ্রাণ পা থেকে চুল।
তোমাকে দেখলে বুকের তেষ্টা মিটে স্বর্গীয় জলে,
সুধায় মাতাল এত প্রতিনিয়ত মনে ডুব অতল।
ভাবনার আকাশে উড়িয়ে নিয়ে যাও কোন সুদূর,
তোমাকে দেখলে মনে হয় স্বর্গ থেকে এসেছে হুর ।