সেই অনুভুতিগুলোর মূল্য
আমার জীবনের সমতুল্য,
এখন যেমন তেমনি চিরদিন
বেঁচে থাকবে ঠিক অমলিন।
বারে বারে এমন যুদ্ধ
সব অনুভব করে শুদ্ধ,
মায়া মমতা ভালবাসা স্নেহ
নয় শুধু সময়ের মোহ।
ভাবনার আকাশে সারাক্ষণ
সেই পাখি বয়ে চলে ,
আস্থা আর বিশ্বাস বলে
খুব বেশি তার প্রয়োজন।
তুমি মনে বেড়ে উঠা
বৃক্ষের সবুজ লতাপাতা,
বলতে নাই কোন দ্বিধা
তুমি আমার সত্য প্রেমের রাধা।