উঁচিয়ে তর্জনী
মুক্তির সিম্ফনি
বাজিয়ে বজ্র কন্ঠে গর্জে উঠে
শোনালে স্বাধীনতার সেই মন্ত্রখানি ,
এমন করে তো আর কেউ
পারবেনা মুক্তির জোয়ারে
তুলতে তুমুল ঢেউ ,
এমন গুণমণি জন্মাবেনা কেউ
শত বর্ষের মহীরুহ
তুমি বিন্দু থেকে সিন্ধু
তুমি আমার বঙ্গবন্ধু।।
বঙ্গবন্ধু তুমি সবার বঙ্গবন্ধু
তুমি দেশের দশের
সারা বিশ্বের বিশ্ববন্ধু
তুমি সবার প্রাণের বঙ্গবন্ধু ।।
এমন ক্রান্তিকালে
মুক্তির স্বপ্নজাল বুনে
সাধ্য কার বলো এত অল্প দিনে
রক্তের দামে স্বাধীনতা কিনে ?
এমন করে তো আর কেউ
পারবেনা মুক্তির জোয়ারে
তুলতে তুমুল ঢেউ ,
এমন গুনমনি জন্মাবে না কেউ।
শত বর্ষের মহীরুহ
তুমি বিন্দু থেকে সিন্ধু
তুমি আমার বঙ্গবন্ধু ,
বঙ্গবন্ধু তুমি সবার বঙ্গবন্ধু
তুমি দেশের দশের
সারা বিশ্বের বিশ্ববন্ধু
তুমি সবার প্রাণের বঙ্গবন্ধু ।