মাথায় সারাক্ষণ ঘুরে
রঙিন প্রজাপতি উড়ে
মনের ভেতরের ভাবনা
হয়ে যায় বুকের বাসনা ;
ভেবে ভেবে করো যত্ন
এটাই তোমার স্বপ্ন ,
কেন হতাশ হয়ে পড়ো
জানোনা তুমি স্বপ্নের চেয়েও বড়;
নয় শুধু কল্পনা নয় জল্পনা
সব হবে সত্য মোহময়ী,
কর্মে জাগব আশা হারাবনা
হাতে হাত রেখে আমরা স্বপ্নজয়ী |
কর্ম স্বপ্ন মন
এই তিনের প্রয়োজন ,
ভাসাবো তরী এই ত্রয়ী
বুকে মুখে আমরা স্বপ্নজয়ী |
(স্বপ্নজয়ী -একটা প্রয়াসের নাম, সমাজের সুবিধা বঞ্চিত ও লাঞ্ছিত সর্ব নিগৃহীত তৃতীয় লিঙ্গ হিজড়া, তারাও যে আমাদের মত রক্ত মাংসের মানুষ সেটা আমরা ভুলে যাই, তাদের স্বপ্ন যাত্রার প্রয়াসের নাম স্বপ্নজয়ী, এই লেখা তাদের জন্য উৎসর্গীকৃত )