স্বপ্ন রং এ পট আঁকি
রয়েছে ঢের বাকী
হাত বাড়িয়ে একটু করে ধরো,
স্বপ্ন তোমার আকাশের চেয়েও বড় ।
শক্ত ডানায় নেই ফাঁকি
উড়ার স্বপ্নে উড়াও পাখি
আপন স্বপ্নে লাগাও বাজি
স্বপ্নবাজের স্বপ্নবাজি ।
আকাশ আঁকা বুক খানি
স্বপ্ন মেঘের ঝনঝনানি
বৃষ্টির মত হাতছানি
ঘুমের ঘোরে দেয় ফাঁকিবাজি
কাতর চোখে আকাশ পাবার স্বপ্নবাজি ।
স্বপ্ন উড়ে আঁজলা বুকে
বাসা বানিয়ে রয়
একটু একটু স্বপ্ন সুখে
স্বপ্নেরা বড় হয়।
গোলকধাঁধা স্বপ্ন খামখেয়ালী
নোলক বাধা মন হেয়ালী ,
দিবা স্বপ্নে নিমরাজি
তাই ফানুস উড়বার স্বপ্নবাজি ।