১)

যোগ  হলে
মনে হয়  আছি,
বিয়োগ হলেও
থাকে কাছাকাছি,

যেন অদৃশ্য কিছু
ঘুরে ফিরে পিছু পিছু,
সংযোগ  হারালে সব হারাই,
পূন সংযোগের হাত বাড়াই ।

মনে হয় সব মিছে
অর্থহীন জীবন যাপন,
কে যেন আছে
আমার একান্ত আপন ।


২)

চাঁদের সাথে
চাঁদ লেগেছে উপুরে ,
নিস্তব্ধতা ভাঙ্গে
অচেনা পায়ের নুপুরে ?

ধরতে তারে
ডুব দিয়েছে পুকুরে ,
চাঁদের সাথে নেই কথা
রাত দুপুরে ।

শ্রাবন রাতে চাঁদের মেলা
ধরতে তারে ভাসিয়ে ভেলা
মেঘের সাথে লুকোচুরি
আহা নেইকো জুড়ি ।