জলের ছায়ায় স্মৃতির মায়ায়
মমতার পলি জড়ানো মুখ ,
ফুলের সুরভি মেখে চারপাশ থেকে
ছুটে আসো তুমি অনাবিল সুখ ।

নির্জন রাতে সুতনু হাতে
দেখো এনেছি রূপোলী চাঁদ ,
ফুরোলে মন খারাপ ছড়িয়ে উত্তাপ
নামে জলপাই রঙের বিষাদ ।

হঠাৎ হাওয়ায় উড়ে মুঠোফোন জুড়ে
আকাশী বর্ণে শব্দ ,  
মুহুর্তেই ভেঙ্গে চুরমার
তিন প্রহর সব টুকু নিস্তব্ধ ।


বুকের বুননে হলুদ নদী
প্রগাঢ় অনুভব নিরবধি,
বারে বারে আকাশের গভীর নীল
কেন হারাও তুমি সোনালি চিল।