সবাই যখন আছে ঘরে
সাবধানতা নিরাপদের তরে
তখন বাইরে থাকে পুলিশ
সারাক্ষণ রাত দিন অহর্নিশ ,
সবাই যখন ঘুমায়
তখন সে থাকে জেগে
ডাক দিলেই ছুটে
যায় বাতাসের বেগে ,
দু:সময়ের হাল ধরা নাবিক নির্ভীক
বাংলাদেশ পুলিশ মানবিক আর মানবিক ।।
পথে ঘাটে মাঠে প্রান্তরে
ভয় উৎকণ্ঠা ঘরে ঘরে
কেউ কেউ না জেনে মরে
দিনে দিনে আক্রান্ত বাড়ে ,
করোনা হয়ে উঠছে দানবিক
তবু পাশে আছে পুলিশ মানবিক
কাছে আছে পুলিশ মানবিক ।।
রাতের ঘুম দিনে তার চোখে
বুজে আসে ক্লান্ত চোখ দুটি
সবার কাজ শেষ হয়
শুধু তার হয়না ছুটি ।
তবু পাশে আছে পুলিশ মানবিক
কাছে আছে পুলিশ মানবিক ।।
খুন জখম চোর ডাকাত
নয় শুধু দুষ্টের দমন
সবার উপরে মানব সত্য
আর মানবিক দহন,
ঘরে ঘরে গরীব দু:খীর
পেটের যোগান
কোথাও কি পাবে এমন
পুলিশের মানবতার দোকান ?
জাতির ক্রান্তি কালে
পুলিশের সামর্থ্যের প্রমাণ মেলে
নিরাপত্তা নাগরিক সেবা নয় শুধু বিপদে পাশে সদা
সততা নিষ্ঠা বাঁধনে আছে বাধা ,
দু:সময়ের হাল ধরা নাবিক নির্ভীক
বাংলাদেশ পুলিশ মানবিক আর মানবিক ।।