আজ কঠিন অসম্ভব যা
ডুব অতলে ভগ্ন হৃদয়,
একদিন সব সুদে আসলে
ফিরিয়ে দিবে সময় ।
অর্থহীন হতাশায় হাত বাড়ালে
আশাহীন আজ
তাতেই হবে কাজ
স্বপ্নগুলো ঠিক আসবে নাগালে।
সময়টুকুই শুধু খারাপ
খারাপ নয় তোমার জীবন
আশায় থেকো শক্ত রেখো মন
একদিন ছড়াবে উত্তাপ।
(প্রিয়বরেষু কামরুজ্জামান রাসেল কে উৎসর্গকৃত,এমন একটা বিষয় দেবার জন্য )