আমার টুকু আমার থাক
অবিশ্বাসের খেয়া ডুবে যাক ,
হৃদয় গভীরের কোমল কুসুম
অনুভূতি হয়ে কেড়ে নেয় ঘুম ;
বোঝেনা ভালবাসা বোঝেনা আস্থা
একে একে বন্ধ রাস্তা
বাধছে শুধু অহেতুক দানা
শেষ হবে তবে দুজনার ঠিকানা ;
আসেনা আর চোখের জল
শক্ত আঘাত হয়েছে অনল ,
ভালবাসাহীন সব নষ্ট নিষ্ঠুর
মায়া মমতাবিহীন দূর থেকে দূর ,
দুর্বলতা সব অসাড় জড়তা
সব সরলতা সব অক্ষমতা
সব কষ্ট শুধুই তোমার জন্য
বুকের পরিসীমাতে যে অগ্রগন্য |