দেখা নাই কথা নাই তবু এক ভূখণ্ডের নিচে
সব আছে তবুও কিছুই নেই মনে হয় সব মিছে,
চাইলেই জানালা দিয়ে নি:শ্বাস ছুড়ে দেওয়া
বাতাসের বুকে মুখ রেখে তোমার ঘ্রাণ নেওয়া।
আহা মনে হয় কত কাল কত যুগ নির্বাসন
ফেলে আসা একান্ত সময়গুলোয় ডুবে মন,
একান্ত আকাশে উতলা তাকিয়ে থাকি
এই বুঝি আসবে উড়ে টুনটুনি পাখি।
মাত্র কয়েকটি দিন তাতেই দম বন্ধ
চোখ পায় না কিছুই দেখতে তাই সে অন্ধ,
নিয়তি যখন নিয়ে যাবে আরো আরো দূরে
সেদিনের কথা আজ ভেবে বেদনা বিধুর মন পুড়ে।
জানিনা কখন কিভাবে বাধল এই বিষম বন্ধন
মাশুল গুনতে গুনতে কাটবে সারাজীবন,
অনুভব টুকু অমূল্য নাই যার কোন তুল্য
মন মনেতে ভুলল একের ভেতর অন্যে ডুবল।