স্নায়ুতে বেড়ে ওঠো
আমার মনোরম তরু,
আকাঙ্ক্ষার জলে ফুলে
ফলে সবুজের শুরু ;
পাথরের পরম পিপাসায়
কাতর ছুঁয়ে বিষণ্ণ উদাসীন চুল
পাতা বাহারের সবুজ
স্পর্শে কাপে আঙ্গুল ,
কামনার মিহি চোখ
বিমোহিত ব্যাকুল সন্ধিক্ষণ
শরীর বিছিয়ে স্নায়ুতে হোক
এমন আয়োজন;
তৃষ্ণা-মাখা স্নিগ্ধ তনু যেন
উজ্জ্বল মুগ্ধ মেঘমালা
কামনায় মিলনে বিজন ব্যথার
যন্ত্রণার শানিত জ্বালা ;
ঠোঁটে ওষ্ঠে চিবুকে
নি:শ্বাসের মিহি ঘামে
সবুজ ঘাসে যেন
নীল ফড়িংয়ের মগ্নতা নামে ,
স্নায়ুতে উত্তাপে শরীরে
উষর জীবনে শস্য ফলার স্বপ্নে
লতার মত পেতে
সদা জড়িয়ে রাখি যত্নে ।
(রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ দ্বারা অনুপ্রাণিত )