বেদনা ভেজা অশ্রু অঞ্জলি
নি:সঙ্গ নীলিমার গোধূলি,
সব টুকু দিয়ে গেলাম
স্মৃতি করে রেখো এই নাম।
নীরব সোহাগে
খাঁ খাঁ করা বুকে
চোখের হিম শিশির রেখো স্থির
ছুঁয়ে দিও মায়াবী সেই মুখে ।
যত্ন করে গুছিয়ে রেখো
গায়ের গন্ধ স্পর্শ অঙ্গুলি
স্মৃতিগুলোতে পড়লে ধূলি
ভাবনাতে আমার থেকো।
ভাঁজ করা স্মৃতিগুলোতে
আমায় খুঁজে নিও ফুঁ দিয়ে উড়িয়ে দিও
নয়তো নি:শব্দ ধুলোরাশি
লাবণ্যময়ী! হৃদয় গভীরে রেখো ।