ধরণী শিখিয়েছেন যারা
ধরে তোমার হাতে হাত
তারা তোমার আগমনের কারন
প্রণাম পিতা তুমি যার ঔরসজাত
প্রণাম মাতা তুমি যার গর্ভে ধারণ |
তোমার আগমনে ছিল প্রতিপদ তিথি
তোমার আগমনে সুরে ভেসেছিল গীতি
প্রথম কান্নায় লিখা হয়েছিল সৌভাগ্য রীতি
জোছনার আলোয় মুখটি
চাঁদের সাথে হয়েছিল প্রীতি;
তোমার জন্য হয়েছি ধন্য
বয়ে এনেছ সুখের সবুজ অরণ্য,
এমন দিনে তোমার স্মিত হাসি
ছুঁয়ে প্রাণ মন ভালবাসাবাসি
বিরহ বিধূর কষ্ট কঠিন
মুহূর্তেই দম বন্ধ তুমিহীন
পৃথিবীর সব সুখ ভরুক তোমার বুক
তোমার কাছে শোধহীন ভালবাসার অশেষ ঋণ
দেনাগ্রস্থ ভালবাসা বলছে তোমায় শুভ জন্মদিন |