চোখের জলে সরুক বিষ
একুশের ভালবাসা অহর্নিশ ,
করোনার ধরণীর কান্নায়
বিশ তোমায় জানাই বিদায়।
বিষ আর বিশ
শূন্যতার ধূসর শীষ,
অনাগত একুশ
পৃথিবীর পরোয়া
সবুজ ঘরোয়া
করবে মানুষ ।
মর্মান্তিক বিশের অতিমারী
লাশ আর লাশ সারি সারি
প্রিয়জনের কান্নায় নীরবে
বিশ বিদায় জানায় সবে ।
স্বাগত অনাগত দিন
হবে একুশে রঙ্গিন।