ভাবনাতে সেই ছোঁয়া লেগে
আচমকা শুধু উঠি জেগে
কোন আজব জাদুর নেশা
বুকের মধ্যে বানায় বাসা।
বাতাসে ভাসে মনের কথা
তুমি শুনতে পাও কি তা ?

তোমাকে আরেকবার পাবার আশায়
অপেক্ষার প্রহর গুনে থাকা খুব দায়,
সারাক্ষন মোহনীয় আবেশের স্বপ্ন
খুঁজে ফিরে ঘোরের সেই ব্যাকুল লগ্ন।
বাতাসে ভাসে মনের কথা
তুমি  শুনতে পাও কি তা ?

মন যে খুব আশায় থাকে
আরো গভীরে পেতে তোমাকে ,
বাতাসে ভাসে মনের কথা
তুমি শুনতে পাও কি তা ?