কিছুই নেই হারাবার
চারিদিকে অন্ধকার,
হাত ধরে আবার
আলো হও আমার।
ভালবাসায় ভরিয়ে দাও
বেশি আরো
তুমি শুধু আমার আর
নয়তো কারো।
বুকে বিষের অনল
উঠে জ্বলে ,
চোখের রাঙা কাজল
কথা বলে ।
তবুও পোড়া অন্তর
বাঁধল সুখের ঘর,
পেয়ে সোনালী আকাশ
ভালবাসা করল প্রকাশ ।
ভালবাসায় ভরিয়ে দাও
বেশি আরো
তুমি শুধু আমার আর
নয়তো কারো।