বলছি তবে ছোট করে এই টুকুতেই থাক
লেগে আছে সাদা চাদরে ভালবাসার দাগ ,
কখনও প্রাপ্তি অপ্রাপ্তি অবচেতন মনের রাগ
কখনও শুধু সুখের বুনন আর শুধুই অনুরাগ ।
মাঝে মাঝে বাতাস-বিহীন দমবন্ধ এই শহর
একটুখানি শ্বাস নিতে গুনি তিন প্রহর ,
সে যে আমার বাতাস বহন ছোট একটা ঘর
একটু শুধু ঘাটতি হলে খুঁজি পরস্পর ।
তীর ভাঙ্গা ঢেউ এর মত
শুদ্ধ বায়ুর শুদ্ধ প্রেম অবিরত ,
হয় লেনদেন ক্রমাগত বাড়ছে যে ঢের
তার কাছে অনেক ঋণ আছে দেনার জের ।