যার কুসুম কোমল ছোট্ট হৃদয়
আত্মবিশ্বাস আর ভালবাসার ছিল আশ্রয়,
বিধি এ কেমন তোমার নির্দয় খেল
গুলিতে ঝাঁঝরা হল ছোট্ট রাসেল।

বিশ্ব নেতা নামী দামি জাঁদরেল
ব্যক্তিত্বে একসাথে বিচ্ছুরিত  রাসেল,
আজো তাই আদর্শের প্রতীক
ওই টুকুন বয়সেও ছিল মানবিক।

এই আত্মত্যাগ দেশের কাছে
শিশু রাসেল  বেঁচে আছে,
কষ্টবিঁধুর বেদনা-তুর বুকের মাঝে
রাসেলের হেঁটে চলার সুর বাজে ।

রাসেল বেঁচে আছে  জাতি ধর্ম গোত্রে
রাসেল ঘুমিয়ে আছে বাংলাদেশের মানচিত্রে,
তাঁর কাছে এই দেশের আছে অনেক দেনা
আজো তাই খুঁজে পাই রাসেল মানেই অনুপ্রেরণা।