আরেকটি নতুন প্রভাতে
হাত ধরে হাতে
একটু একটু করে অনুভব
বিকশিত হয় পত্র পল্লব।
বোধে বল্কলে আশ্বাসে আস্থায় ডালপানা,
মোহে মমতায় মিলনে বেঁধেছে সবুজ দানা,
জন্মেছে শেকড় আঁকড়ে মাটি
এইটুকু প্রেম এইটুকুন খাঁটি,
কেউ কেউ আগাছা
মূলেই উপড়ে ফেলে
কেউ কেউ বেড়ে তোলে
যতনে অপ্রাপ্তির জল ঢেলে।
শেকড় টুকু আঁক রে ধরে মাটি
দুজনাতে ফলেছে ভালোবাসা পরিপাটি,
একটু একটু করে পা হাঁটি হাঁটি
প্রেমময় ফসলে ভরেছে মাঠ আঁটি আঁটি।