কৃষ্ণমনে যখন জাগে
লীলা সুখের অনুভব,
তখন জন্ম রাধার
ধরাধামে হইল প্রসব ।
কৃষ্ণচিন্তায় রাধা হইল
কাম আনন্দ বিগ্রহ,
রাধাবিনে কৃষ্ণের
শুধুই বিরহ নিগ্রহ ।
রাধার প্রেমে কৃষ্ণ
করে সদা সর্বগমন,
বিরহে কাতর হইয়া
কৃষ্ণ খুঁজে কুঞ্জবন ।
কলঙ্ক কাজলে
রাধার কালিমা,
প্রেম পুজারী করে
হয়েছে প্রতিমা ।
জানায় আহবান
সোনাবন্ধু শ্যাম কালাচান,
শ্যামের অঙ্গে
বিরহের সুরের ধ্বনি,
রাধা হইল অলংকার
সর্বোচ্চ শিরোমণি
রাসবিহারী রাসমণ্ডলে
কৃষ্ণের প্রেমিকা গোপিনী ।