একজন নিঃসঙ্গ কবি
আঁকে তোমার ছবি,
আপন সুখ বানিয়ে রাখবো
শুধু তোমার হয়ে থাকবো ।
তুমিহীন অমাবস্যার রাত হয়ে
সবটুকু আলো গেছে ফুরিয়ে,
তাই ভিতরে তুমি অনিবার্য
তুমি এলেই আঁধারে উঠে রাঙা সূর্য ।
যদি স্বর্গ মর্ত্য সব ফুরায়
যদি চাঁদ তারা সব হারায়
তবুও বুকেতে পুষে রাখব
ঘুমিয়ে থাকবো তুমি এ্লেই জাগবো,
আমাদের শেষ বিন্দু প্রেম করে রাখবো
শুধু তোমার হয়েই থাকবো ।