কামনার তোপ
বাড়ছে লোভ,
জ্বলজ্বলে রোদ
পুড়ছে বোধ।
মুখখানি দেবযানী
হাতছানি স্বপ্ন রানী
রূপ কথা রূপবানী
রাঙ্গা চুল মুখখানি।
চেনা অভিমান
অচেনা বেদনা
মায়ার টান
ব্যাকুল কামনা।
কাঁদো যদি
হই অপরাধী
মনের ব্যাধি
একমাত্র ঔষধি ।
উড়াবো অন্ধকারে
প্রণয়ের ফানুস
প্রেম সাধনায় হবো
তোমার পুরুষ।
ডুবতে পারি ছুঁইতে পাড়ি
বুকের আপন নদী
মিলন মোহনায় যদি
হও আমার নারী।