ও মন দ্যাখো
সারেং ছাড়া  জাহাজ চলে
কার ইশারায় কিসের বলে ,
মন্দ হাওয়ার খবর দিছে আগাম
তৈরি হও ধরতে তাহার লাগাম ।

মন মাঝি
কে করে কারসাজি
আসমান থিকা হুকুম আসে সব
সারেং মাঝি  কেন আছে  নীরব ?
সারেং ছাড়া  জাহাজ চলে
কার ইশারায় কিসের বলে ।।

ব্যথার পলি জমা নদী
একলা বহে নিরবধি
মনের ভেতর আসে তাগিদ
নানান রকম নানাবিধ।

ধরতে না পারলে হাল একদিন
নদী যে করবে বিলীন
ও মন সারেং ছাড়া জাহাজ চলে
কার ইশারায় কিসের বলে  ।।