পরিযায়ী পাখি
নিস্তব্ধ ডাকাডাকি
পাখির বুক আজ পাথর
পিপাসায় খুব কাতর ,
চাতক নয়নে চেয়ে
দেখে উত্তাল ঢেউ
ফেনিল জলে যেন
এসে ডাকবে কেউ ।
জল বাতাসের বিস্তর ব্যবধান
বাড়ায় শুধু মায়ার টান ,
পালকে শোভা পাখির শুভ্র কেশ
তীর ছুঁয়ে জল হারায় নিরুদ্দেশ ।
দূর দিগন্তে আকাশ যেমন মিশে
তেমনি লোহিত বালুকাতীরে এসে,
উত্তাল সাগরের মাতাল চাওয়া
পাখির পালকের নরম ছোঁয়া ।
পরিযায়ী পাখি খুঁজে বেড়ায় নীড়
সুতীব্র সাগর খুঁজে ফিরে তীর,
শুভ্র ডানায় মায়া সুনিবিড়
লোনাজলে ব্যাকুল সন্তরণ গভীর ।