মনের মাঠে চলে তোমার
লালসার খেলা ,
গাঙ্গের জলে ডুব দিলেও
যায়না রে ময়লা ,
রে পাগলা যায় নারে ময়লা ।।
মনের ভিতর চলে
তোমার লালসার খেলা
গাঙ্গের জলে ডুব দিলেও
যায়না রে ময়লা ।।
সাধু সঙ্গে ডুবাও অঙ্গ
ভঙ্গ করো মন কয়লা ,
গাঙ্গের জলে ডুব দিলেও
যায়না রে ময়লা ।।
দেহযন্ত্র উঠে যেন কেঁপে কেঁপে
মনরতির মন ধরো চেপে চেপে
সাধু সঙ্গে সাধন হবে করোনা হেলাফেলা
গাঙ্গের জলে ডুব দিলেও
যায়না রে ময়লা ।।
সাধু সঙ্গে মন রঙ্গে
করো মন শুদ্ধ
সাধু সঙ্গে মন রঙ্গে
ডুবে মন শুদ্ধ ,
ছুঁড়ে ফেলো কাম ক্রোধ লোভ
করো মনুষত্বের যুদ্ধ ।।
দেওয়ান লালন খুঁজে মরে
সেই মানুষের মেলা ,
সাধুসঙ্গে ডুবাও অঙ্গ
ভঙ্গ করো মন কয়লা ,
গাঙ্গের জলে ডুব দিলেও
যায়না রে ময়লা ।।