মেঘে মেঘে সরে যাবে বিষাদ
একবার যদি দেখো ঐ বিবাগী চাঁদ,
চাঁদের সুরভি জেগে থাকে
হৃদয়ের ব্যাকুল অনুরাগে।
আভা ছড়ায় সবুজ ঘাসে তেপান্তরে
চাঁদ ফোটে আমার ঘরে,
সেই স্পর্শ মায়ার ঘোরে
রাত জেগে থাকে চোখ জুড়ে।
মায়ায় মায়ায় লেগেছে
মোহনীয় মিলনের গ্রহণ
নিশিরাত আরও থাকুক
ভরুক অস্থির মন।
তোমার শিয়রে রাত ধরে রাখে
অদ্ভুত মায়াবী আকাশ,
অন্ধকারে হারিয়ে হাত বাড়িয়ে
দিচ্ছে মাতাল প্রেমের আভাস।