রঙ টাকে কেন ভাবো সব
রঙ শুধু অবয়ব ,
রঙ কে পেতে চাইলে তুমি বোকা
কাছে টেনে নিয়ে তোমায় দিবে ধোঁকা ।
চিনি সাদা লবণ সাদা
একই রকম দেখতে ধাঁধা ,
না চিনলে চিনি নোনা
পিতল হয় সোনা ।
সাদা চিনি সাদা লবণ
তবুও ভোলা মন ,
শত্রু কে ভাবে মিতা
বোঝে না মিঠা আর তিতা ।