বাতাসের সাগরে সারাক্ষণ
বুঝিনা তবু বাতাস
ফুরালেই কষ্টের আভাস
তখন বুঝি প্রয়োজন ,
কাছে থাকলে তেমনি
ঠিক বোঝেনা মন
ছেড়ে গেলেই বোঝে
কি ছিল সেই ধন |
দূরত্ব ভাংগে না জোড়া লাগায়
পেয়ে হারালে হয় অনু্ধাবন,
তাড়া দেয় মন ভীষণ
ভালবাসা করতে আদায় |
দূরে গেলেই হয়না শেষ
আরো বেশি বাড়ে
হৃদয়ের বন্দরে প্রবেশ
কেউ ফিরতে না পারে |
চলে গেলেই যাওয়া নয়
আরো কাছে আসা,
বিচ্ছেদ বেদনে এত ভয়
তবু বিরহই ভালবাসা |