মাঝে মাঝে
মন থাকেনা
কোন কাজে ,
মাথায় আজেবাজে
কিলবিল পোকা
বোকা বানিয়ে
দেয় ধোঁকা ,
ফুঁসে ফুঁসে
বাড়ে রাগ
অনুরাগ দূরে
সরে যাক,
সবকিছু উঁচু নিচু
আকাশপাতাল
চুলোয় যাক মায়াজাল ,
মনে হয় নিজেই
নিজেকে চিনিনা ,
শুধু জানি রাগের বাসা
পুড়িয়ে সব খানি;
কারণ টা ঠিক জানিনা
তোমায় ছেড়ে একটুও
থাকতে পারিনা ।