বুকের কষ্ট ফুটেছে রক্তিম চাঁদে
দেখো বুকের কষ্টে প্রকৃতি কাঁদে,
বুকের কষ্ট আকাশে মেঘে মেঘে ঘর্ষণ
আকাশের কান্না ঝরছে অঝোরে বর্ষণ।
জানি তোমায় ছোঁবেনা তীব্র হাহাকার
অসময়ের ঢেউগুলো আঘাত করে বার বার,
পাতাগুলো ঝরে ঝরে ফুরায় ভাবনা
জানি তোমায় ছোঁবেনা নীল যন্ত্রনা।
ব্যথা লেগেছে নদীর শরীরে
বেদনা ডুব দিয়েছে জলের গভীরে
নক্ষত্র ক্ষয়ে ক্ষয়ে হারায় রাতের তিমিরে
বেদনায় বিধ্বংসী পাখি ফিরে না নীড়ে।
আকাশে বাতাসে বইছে দুর্নিবার ঝড়
অসহ্য ব্যথায় ছটফট করে নির্জীব পাথর,
জানি তোমায় ছোঁবেনা রাতের বুকফাটা ক্রন্দন
তবু বেঁচে থাকে মন আঁকড়ে সেই স্নিগ্ধ সমীরণ ।