হও তুমি যতই দূরের কেউ
মনে আর মানে তুমি অসাধারণ,
বারে বারে কেনো তোলো ঢেউ
যেনো তোমার জন্যই সব আয়োজন।
তোমাকে পড়েছি ঠিক কতটুকু
তবুও তোমায় নিয়ে লেখা,
ভাবনার আকাশে উড়ি শুধু
হৃদয় গহীনে একলা একা।
স্নায়ুর গভীরে ফাঁকে ফাঁকে
ভেসে আসে মায়াবী চোখ,
যার ভেতরে লুকিয়ে থাকে
না পাবার বিষন্ন শোক।
বিরান খাঁ খাঁ মনের মাঝে
অসময়ে কেনো বৃৃষ্টি পড়ে,
মিলনের আকুল সুর বাজে
বাসনার বাতাসে প্রজাপতি উড়ে।