সবুজে আঁকা হলুদ পরী
ফুলের সাথে জড়িয়ে শাড়ি
রূপসী লাবণ্যময়ী তোমাকে মনে হয় অদ্ভুত মায়া
তোমাকে মনে হয় অনাবিল সবুজের শীতল ছায়া।
মায়া দিয়ে সাজানো অদ্ভুত মায়াবী মুখ
দেখলেই মনে হয় এ আমার আজন্ম সুখ,
মেঘের দেশে ভেসে যায় তোমার পেলব চুল
চুলের গন্ধের একটু ছোঁয়া ফোটায় ফুল।
কাজল কালো হরিণী চোখ
অপলক চাহনিতে কথা হোক
চোখের আগুনে পুড়ে যেতে চাই
অনন্ত শীতলতায় তোমার স্নিগ্ধতায়।
লাল টিপ গোলাপের পাপড়ির ঠোঁট
ঝরনাধারা মত বয়ে চলা
চুলের মাতালতায়
যেন হয়ে যাই লুট।
তোমার নিস্তব্ধ তরঙ্গ আমায় টেনে এনে
বলে- অবাধক অধরে বিষ ঢেলে দিতে,
তোমার গন্ধ ভরা চুল
ডেকে আমায় করতে বলে ভুল।
হলুদের আভা পুঁতির মালা
কাজলের ছোঁয়া মুখায়বে অদ্ভুত লাবণ্যতা
কাছে না পাবার বিজন ব্যথা
আর বুকের ভেতর ব্যাকুল হাহাকারের জ্বালা।