আকাশ ছেয়ে গেছে কালো মেঘ
বৃষ্টি হয়ে ঝরছে অনুভূত আবেগ
সাত রঙে সেজে ভাসে রংধনু
ফুলের বুক ফেটে উড়ে রেণু ;

প্রিয়তমা সব তোমার জন্য
সবুজ বনরাজি গভীর অরণ্য
নক্ষত্র রাতের স্নিগ্ধ ধ্রুবতারা
বিরান বুকের মুগ্ধ জলধারা;

মাঝে মাঝে মনে হয় তৃষ্ণার্ত হৃদয়
বিরানভূমি খাঁ খাঁ শূন্য
কিছুই হয়নি জমা
তোমার জন্য চাইছি নি:শর্ত ক্ষমা ;

বাজে ভাঙ্গনের করুণ সুর
বিচ্ছেদের তীর বেদনা বিধুর
মাঝে মাঝে ভাবি
আশায় বুক বেধে থাকি ;

মায়াবী জোছনায় হাওয়ায় হাওয়ায়
সবুজ ঘাসে  ফিরে ফিরে আসে,
তোমার পায়ের রূপালী নূপুর
হাতে ধরে নিয়ে যাবে সুদূর ।


প্রিয়তমা
ভুলগুলো ঠিক যেন ধুলো
ঝেড়ে দিলে সব শুধরালো  
উবে যাক অমানিশার অমা
প্রিয়তমা চাইছি নি:শর্ত ক্ষমা |