হৃদয়ের সখ্য প্রিয় দু:খ আমার
ফিরে এসো কৃষ্ণপক্ষে আরেকবার,
খুব সামান্য একটা আকুল দাবি
কষ্ট হয়েই থাকো জীবন অবধি।
বেদনা সাথী ছিল নিত্য
তবুও ভুবন লাগত মধুর,
অস্তিত্ব ভরে থাকত চিত্ত
হারিয়ে গেল কোন সুদূর।
গাঢ় অন্ধকারের কালো কষ্টের পর
জোছনাবিহীন চাঁদটাও খুব সুন্দর,
দুখের কাছে সুখ আছে ভাবে ভাঙ্গামন
এমন করে হৃদয় দিয়ে ভালবাসে কয়জন।
স্মৃতি জমিয়ে জমিয়ে স্বপ্নের দিন
তোমার কাছে হৃদয়ের অশেষ ঋণ,
তবুও এসো যতই ব্যথায় ভরুক মন
সত্য তুমি হও আবর্ত বয়ে চলো অনুক্ষণ।