কষ্টের বাঁধ ভাঙ্গা ঢেউ
যতই ডুবি বিষাদের অতলান্তে ,
জানি ভাবনা হয়ে আছে কেউ
পৃথিবীর কোন এক প্রান্তে ।

আহা কতকাল হয় না দেখা
মায়া-হীন এই আমি ভীষণ একা ,
থাকুক নিটোল প্রেমের বাণী
হয়ে বিয়োগান্তক প্রেমকাহিনী ।


পৃথিবীর কোথাও কেউ একজন
দিবানিশি যপ করে আমার মন ,
কাছে নেই দেখা নেই তাতে কি
স্নিগ্ধতায় বাঁচুক এই বিশুদ্ধ ভালবাসা-বাসি   ।

হৃদয়ের গভীর বোধ
প্রেম হয়ে বিরহে শোধ ,
বোবা কান্নায় একলা ঘরে কাঁদি
তবুও আশায় বুক বাঁধি,

একদিন থেমে যাবে
এই বিষাদ সুরের বাঁশি
একদিন দুঃখের সবটুকু
পাওয়া ফোটাবে হাঁসি ।