আমি থাকব না যেথা
তুমিও থাকবে না সেথা,
এই চাওয়া বিধাতার কাছে
শুধু প্রেমগুলো নিরাপদে যেন বাঁচে।
আসমান জমিন কিছুই যদি না থাকে
তবু প্রেমগুলো যেন নিরাপদে বাঁচে।
হয়ে গেলে তুমি হারা
ভেতরে আসে সেই ভয়,
ঈশ্বরের সাথে যদি দেখা হয়
বলব কী করব তুমি ছাড়া।
যখন তুমি পাশে থাকো
আমাকে জুড়িয়ে রাখো,
আর কিছুই থাকে না চাওয়া
তুমি আমার সব পাওয়া।
এই দেহ যদি আত্মাতে থাকে না থাকে
তবু প্রেমগুলো নিরাপদে যেন বাঁচে।
ছিলাম একা ভগ্ন চুর্ন চুর্ন
তোমায় পেয়ে হয়ে হলাম পূর্ণ।
দুজন দুজনাতে জুড়ে
এই মন পাখনা মেলে উড়ে,
আমাদের নি:শ্বাস গুলো অভিন্ন
দুজন দুজনাতে অনন্য।
যদি চাঁদের আলো আর থাকে না থাকে
তবু প্রেমগুলো যেন নিরাপদে বাঁচে।
Inspired by Reshmi Virag