না  হয় হোক একটু বাড়াবাড়ি
তুমিই সেই স্বপ্নের নারী,
দেখলে তোমায় সব হয় অবশ
প্রেমে পড়তে লাগেনা বয়স।

জীবনের সহজ সরল আবেগে গাঁথা
মন বলে আজো সেই কথা,
আসুক যতই খ্যাতি নাম যশ
প্রেমে পড়তে লাগেনা বয়স।

সময়ের চাকা এত দ্রুত ঘুরে
অতীতের দিন তবু স্মৃতিতে উড়ে,
সত্য অনুভব যেন স্বর্গীয় পরশ
তাকে ধরতে প্রেমে পড়তে লাগে না বয়স।

রাঙ্গা  আকাশের সেই শুভ্র মেঘ
আজো তা মনে গভীর আবেগ,
তোমার রূপ সুধায় হলাম বশ
প্রেমে পড়তে লাগে না বয়স।