এক আসমানে হইবো না
কয়েক আসমান দরকার
দেখাইতে যদি পারতাম
বন্ধুর প্রেমের আকার ;
বন্ধুরে তুই কাঁদলে কাঁদি
তুই হাসলে হাসি
বন্ধুরে বুঝতে পারবিনা তুই
তোরে কত ভালবাসি ,
দেখাইতে যদি পারতাম
প্রেমের পরিমাপ
সাত সাগর তের নদী ভইরা থাকত
বন্ধুর প্রেমের ছাপ ।
বন্ধুর নামেই জীবন বাজি
একসাথে মরতে রাজী
বন্ধুরে গভীর প্রেম বুঝতা যদি
পিরিতের ঢলে ভরত নদী ।