প্রতিটি ক্ষণের একটি বিন্দু
প্রতিটি দিনের একটি কেন্দ্র
হৃদপিন্ডের অলিন্দ,
প্রতিটি বোধ সবটুকু আনন্দ |
একটি মুখ কখনও পাইনি ছুঁইনি
তবুও তা অবারিত সুখ ,
সবটুকু পাওয়া নাকি বিরহ
অলীক প্রেম নাকি মোহ ?
জানিনা তা কি শুধু জানি
নিজে নিজেকে দেই ফাকি,
তোমার জন্য সুদ আসলে
সব টুকু রেখেছি বাকী ।