লিখছে ব্যাকুল সারাদিন
প্রেমময় বাক্যে সময় উদাসীন
জংলী ফুলে ঝাঁঝাল ঘ্রাণ,
কাটাকুটি আর ভুল বানান।
অবেলায় হঠাৎ
হাতে পরেছে হাত
প্রেম আসে
মনের সরল বিশ্বাসে।
মন ছাড়া রোজ
শরীর থাকে নিখোঁজ
সাজাও যতই রঙে নীল লাল
মন ছাড়া দেহ শুধুই কংকাল ।
বিষাদ অনলে ভরেছে পাতা
ছেয়ে গেছে লেখার খাতা ,
কষ্ট যত মৃতের মত ঝরে ফুল
জলে ভরে তোমারে দুচোখ ছাপিয়ে দুকূল।