ঘনিষ্ঠ আকাশকে ধরতে গেলে
সরে যায় যোজন যোজন দূরে,
পরান পাখি নাম না জানে
সুদূরের টানে যায় উড়ে ।
সময় হয়েছে থামার
জায়গা নেই আর নামার ,
বোধগুলো অবশ ভোতা
পাথর বেঁধে নয় সমঝোতা।
বাতাসে আবেগ উড়িয়েছি
ছড়িয়ে ছিটিয়ে দিক বিদিক,
নরম তুলো হয়ে ভেসে আসো
তুমি আমি পৌন:পুনিক ।
চিরন্তন প্রাকৃতিক গণিত
একে অন্যের বিপরীত
তুমি আমি বিড়াল মূষিক
ফুল আর কাঁটা পৌন:পুনিক ।
কে কার আশীর্বাদ
দিন আর রাত
পাড়ি দিতে সোজা সরল পথ
ভাবো তা জটিল পাহাড় পর্বত।
বিষণ্ণ সুন্দর প্রেমের মিথ
তুমি আমি দুজনে বিপরীত
তুমি ঠিক আমি বেঠিক
ফুল আর প্রজাপতি পৌন:পুনিক ।
**শাপাই