পরওয়ারদেগার
উপায় নাই যে আর
বিপথে হও দিক
ভুল থেকে সঠিক ।

তুমি সকল ভিত্তি
দাও আলোর শক্তি ;
সাগর দিতে পাড়ি
করো হুকুমজারি।

খোদা তোমার দয়া
শূন্যে অপার খেয়া
মরু শীতল জল
তুমি ছাড়া অচল।

আমি পাপী বান্দা গুনাগার
পথ দেখাও পরওয়ারদেগার
পাপ পুণ্য সব তোমার কাছেই জমা
হাত তুলে চাই তোমার করুণা ক্ষমা ।