একটা মানুষ ছিল গভীর বন্ধন
একটা মানুষ ছিল বুকের আপন,
বুকে বিঁধে শূন্যতা ব্যথার কান্না
ফুরিয়ে গেছে আসিফ সাদেক রানা।
মনেতে ছিল যার আকাশের বিশালতা
কানে বাজে স্পষ্ট সেই বন্ধুতার কথা,
ভাবনার আকাশে সদা মেলেছো ডানা
ফুরিয়ে গেছে আসিফ সাদেক রানা।
ঘুরে ফিরে বারে বারে আঁখি পল্লবে
ফিরে ফিরে আসো যেন আবার দেখা হবে
আহা তবুও পিছু ডাকা অনন্তের ঠিকানা
হারিয়ে গেছে বন্ধু আসিফ সাদেক রানা।
বুকের মাঝে দগদগে যন্ত্রণার অনল
চোখের কোনে ব্যথাতুর অশ্রু সজল,
জীবন কেন মৃত্যুর কাছে পরম দুঃখের সত্য মূল্য
আসিফ সাদেক রানা তুমি শুধুই তোমার তুল্য ।