জানি অনাগত দিন
সব অনুভব হবে রংবিহীন
সময়ের নিঠুর চাকা
তুমি ছাড়া করবে একা।
অচেনা অজানার ভিড়
প্রশান্ত বুক হবে অস্থির,
একটু একটু নেমে,
ডুবে গেছি তোমার প্রেমে।
অবাধক প্রেমে নেই জিত হার
পরাজিত হৃদয়ে হবে তোলপাড়,
রেখেছি প্রিয় খুব যতনে
বুকের গহীনে মনের গোপনে।
মায়াতে পরান পুড়ে
মনের সাথে মন জুড়ে,
একটু একটু থেমে
ডুবে আছি তোমার প্রেমে।