গোলাপ রঙ তোমার কাছে
এক হয়ে মিশে গেছে ;
বুকের ভেতরের পদ্ম
ফুটল যেন সদ্য |
জলের পদ্ম
বুকে আবদ্ধ
প্রিয়ার হাতে
ফোটে একসাথে;
তোমার হাতে সুবাস ছড়ায়
পদ্ম ফুলের ঘ্রাণ
প্রজাপতি উড়ে বেড়ায়
পরাগরেনু করতে পান ;
জলের পদ্ম ঋতু নিয়ে আসে
প্রেমের পদ্ম সদা বুকেতে ভাসে
নীল পদ্ম বুঝি বাতাসে
নাগাল পেতে উড়ি আকাশে |
এক নজরে
অবাধক অধরে
স্বর্গীয় অপ্সরা যেন পদ্মলোচন
অবুঝ মনে বাড়ায় প্রেমবোধন |